প্রতিদিনের ১ টাকা জমিয়ে মাসের শেষে ৩০ টাকা সাদাকাহ দিয়ে আপনিও হতে পারেন আল- ইহসান নেটওয়ার্কের সদস্য। আমাদের সদস্য হতে ক্লিক করুন আমাদেরকে বিকাশ অথবা নগদের মাধ্যমে দান করতে পারবেনআমাদের বিকাশ ও নগদ নম্বর : 01770420052 যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্যবীজের মতো, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে একশত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। [সূরা বাকার: আয়াত ২৬১]